সাংবাদিকতা নিয়ে পড়াশোনা স্বস্তিকার। সাংবাদিকতা নিয়ে পড়ার পরে অভিনয়ে আসা। অভিনয়ে আসার কোনও পরিকল্পনাই ছিল না স্বস্তিকার। এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি হয়ে জানালেন তিনি। বলি তারকা দীপিকা পাড়ুকোনকে ভালোলাগে স্বস্তিকার। ভালোলাগার কারণটাও জানালেন অভিনেত্রী।
বরাবরই চর্চায় থাকেন শোভন-স্বস্তিকা। এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে অড্ডায় স্বস্তিকা দত্ত। ব্যক্তিগত জীবন নিয়ে আড্ডা জমালেন অভিনেত্রী। সাংবাদিকতা নিয়ে পড়াশোনা স্বস্তিকার। সাংবাদিক হওয়ারই ইচ্ছা ছিল অভিনেত্রীর। তবে সাংবাদিকতা নিয়ে পড়ার পরে অভিনয়ে আসা স্বস্তিকার। অভিনয়ে আসার কোনও পরিকল্পনাই ছিল না স্বস্তিকার, এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি হয়ে জানালেন তিনি। বলি তারকা দীপিকা পাড়ুকোনকে ভালোলাগে স্বস্তিকার। ভালোলাগার কারণটাও জানালেন অভিনেত্রী। প্রসঙ্গত, বেশ কিছুদিন হয়েছে স্বস্তিকার ধারাবাহিকের যাত্রা শেষে হয়েছে। এরপর এখনও পর্যন্ত তাঁকে দেখা যায়নি ছোট পর্দায়। কবে আবার ফিরবেন সকলের প্রিয় রাধিকা অর্থাৎ অভিনেত্রী স্বস্তিকা দত্ত তা জানতে দর্শকরা বেশ কৌতুহলী। বরাবরই অকপটে কথা বলতে পছন্দ করেন তিনি। তাই এশিয়ানেটের মুখোমুখি হয়ে কাজ থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়ে আড্ডা জমালেন অভিনেত্রী।