মেটা ক্রিয়েটার্স ডে, সেখানেই কোয়েল মল্লিক এবং পাগলু ডান্স! বহু বছর পরে রঞ্জিত মল্লিক-কন্যে স্বমহিমায়।
মেটা ক্রিয়েটার্স ডে। সোশ্যাল মিডিয়ায় যাঁদের কাজ রাজত্ব চালাচ্ছে তাঁদের দিন। নিজেদের প্রতিভায় এঁরাও এখন টুইঙ্কল টুইঙ্কল বিগ স্টার। তাঁদের জনপ্রিয়তার সঙ্গে মিলেমিশে একাকার টলিউডের তারকাদের দ্যুতি। সেখানেই কোয়েল মল্লিক এবং পাগলু ডান্স! বহু বছর পরে রঞ্জিত মল্লিক-কন্যে স্বমহিমায়। নিজে নেচে অনুরাগীদেরও নাচালেন অনায়াসে।