এবার সরস্বতী পুজোর দিনই হাতেখড়ি হয়েছে ইউভান-এর। রাজ এবং শুভশ্রী ঘটা করে ছেলের হাতেখড়ি দিয়েছেন এবার। হাতেখড়ি হতে না হতেই পড়াশোনা শুরু ইউভান-এর। সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও শেয়ার করলেন শুভশ্রী।
সরস্বতী পুজোয় বাগদেবীকে সামনেই হাতেখড়ি হয় শিশুদের। এই হাতেখড়ির মধ্যে দিয়েই পড়াশোনা শুরু করে শিশুরা। এবার সরস্বতী পুজোর দিনই হাতেখড়ি হয়েছে ইউভান-এর। রাজ এবং শুভশ্রী ঘটা করে ছেলের হাতেখড়ি দিয়েছেন এবার। ইউভানের হাতেখড়ি নিয়ে এক্সাইটেড ছিল শুভশ্রী। এলাহি আয়োজন ছিল সরস্বতী পুজো উপলক্ষে ছিল এবার। শুভশ্রীর কথাতেই ছেলের এবার হাতেখড়ি, জানিয়েছিলেন রাজ। রাজ ইউভানকে ফাঁকিবাজি শেখাবে বলেও জানিয়েছিলেন। তবে শুভশ্রীও বলেছিলেন 'আমিও ইউভানকে ফাঁকি মারতে শেখাব'। শুভশ্রী ফাঁকিবাজি শেখাচ্ছেন কী না তা ক্যামেরায় ধরা না পড়লেও ইউভানের পড়াশোনা যে শুরু হয়েগিয়েছে তা বেশ বোঝা যাচ্ছে। হাতেখড়ি হতে না হতেই পড়াশোনা শুরু ইউভান-এর। সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও শেয়ার করলেন শুভশ্রী। ছেলেকে পড়াশোনা করাতে ব্যস্ত অভিনেত্রী। বই নিয়ে খেলার ছলেই ছেলেকে পড়াশোনা করাচ্ছেন শুভশ্রী। খেলার ছলেই ছেলেকে জন্তু জানোয়ার চিনতে শেখাতে দেখা গিয়েছে এই ভিডিওয়।