ঊর্মির জীবন থেকে কি বিদায় নিতে চলেছে রিনি অর্থাৎ মিশমি। নতুন জীবন শুরু করতে চলেছে মিশমি। এবার তাই ধারাবাহিক থেকে বিদায় নিতে চলেছে সে। আপতত আর অভিনয় করতে দেখা যাবে না তাঁকে। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী।
কিছুদিন ধরেই টলিপাড়ায় জোর খবর অভিনেত্রী মিসমি দাস নাকি শহর ছেড়ে চলে যাচ্ছেন। এমনকি এখন আর কাজও করবেন না তিনি। এই খবর নিজেই সোশ্যাল মিডিয়া য় শেয়ার করেন অভিনেত্রী নিজেই। এই খবরে বেশ মন খারাপ মিসমির ভক্তদের। তবে এই পথ যদি না শেষ হয় এর দর্শক দের অনেকেই বলেছেন ঊর্মির জীবন থেকে পাকা পাকি ভাবে নিশ্চয়ই চলে যাবে রিনি। তবে ধারাবাহিকে অন্য কাউকে সেই ভূমিকায় দেখা যাবে কিনা তা এখনও জানা যায়নি। কিন্তু কেন হটাৎ এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী তা এতো দিন জানা যায়নি। কিন্তু এবার আসল সত্য সামনে এল। বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। তার জীবনের এই নতুন অধ্যায় শুরু করে তাতেই বেশি সময় দিতে চান অভিনেত্রী। আর তাই আদরের রিনির জমিয়ে আই বুড়ো ভাত দিলেন সরকার পরিবার। আর সেই ভিডিও শেয়ার করলেন সত্বকির মা শুক্লা অর্থাৎ অভিনেত্রী ময়না বন্দ্যোপাধ্যায়।