জীবন যুদ্ধের সঙ্গী বোধ হয় একেই বলে। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা জীবন যুদ্ধ সকলের জীবন বোধকে চ্যালেঞ্জের মুখে এনে দাঁড় করিয়েছিল। দর্শক থেকে সহকর্মী সকলেই কুর্নিশ জানিয়েছিল তার মনের জোরকে।
জীবন যুদ্ধের সঙ্গী বোধ হয় একেই বলে। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা জীবন যুদ্ধ সকলের জীবন বোধকে চ্যালেঞ্জের মুখে এনে দাঁড় করিয়েছিল। দর্শক থেকে সহকর্মী সকলেই কুর্নিশ জানিয়েছিল তার মনের জোরকে। ঐন্দ্রিলার যুদ্ধের পাশাপাশি তাঁর সহযোদ্ধা হিসাবে শক্ত হয়ে যিনি দাড়িয়েছিলেন তিনি হলেন তার বন্ধু তথা অভিনেতা সব্যসাচী চৌধুরী। হাসপালের বেড থেকে আজকের দিন পর্যন্ত সে ঐন্দ্রিলার ছায়াসঙ্গী। জীবন যুদ্ধে লড়াইয়ে অবশেষে জয়ী হলেন ঐন্দ্রিলা। তাঁর মনের জোড়ের কাছে হার মানতে হল ক্যানসারকেও। বুধবার তাঁর শেষ কেমোথেরাপির দিন ছিল। এদিন রাত থেকেই উদযাপনের মেজাজে গোটা পরিবার। এযেন ঐন্দ্রিলার এক নতুন জন্ম। এদিনটারই উদযাপনে মেতে ওঠে গোটা পরিবার। সেই সঙ্গে ছিলেন তাঁর সব সময়ের সঙ্গী অভিনেতা সব্যসাচীও। তাঁর এই বিশেষ দিনে তাঁর পাশে দাঁড়িয়েছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী। ঐন্দ্রিলা জন্য একটি কেক পাঠিয়েছেন তাঁরা।