বর্তমানে তানাজি ছবির শ্যুটিং-এর উদ্দেশে কলকাতায় অজয় দেবগণ। মঙ্গলবার সকালেই মাতৃপ্রতিমা দর্শণে হাজির হয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে। সেখানেই লাইন ভেঙে তারকাকে দেখার জন্য ভক্তদের উপচে পড়া ভিড় নজরে আসে। সেই ভিড় সামলাতে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছিল দক্ষিণেশ্বর চত্বর।
তানাজি ছবির শ্যুটিং নিয়েই এখন ব্যস্ত অজয় দেবগণ। অভিনেতার একশোতম ছবির দিকে নজর এখন সকলেরই। কোনও দিকে খামতি রাখতে চান না অজয়। কয়েকদিন আগেই মেয়েকে নিয়ে জুহুর মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি। এবার কলকাতায় এসে দক্ষিণেশ্বরে হাজির অজয়। শীঘ্রই শুরু হবে ছবির প্রমোশন। আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে এই ছবি।
'তানাজি' ছবির শ্যুটিং-এর উদ্দেশে কলকাতায় পা রাখলেন অজয় দেবগণ। মঙ্গলবার সকালেই মাতৃপ্রতিমা দর্শণে হাজির হয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে। সেখানেই লাইন ভেঙে তারকাকে দেখার জন্য ভক্তদের উপচে পড়া ভিড় নজরে আসে। সেই ভিড় সামলাতে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছিল দক্ষিণেশ্বর চত্বর।
'তানাজি' ছবির শ্যুটিং নিয়েই এখন ব্যস্ত অজয় দেবগণ। অভিনেতার একশোতম ছবির দিকে নজর এখন সকলেরই। কোনও দিকে খামতি রাখতে চান না অজয়। কয়েকদিন আগেই মেয়েকে নিয়ে জুহুর মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি। এবার কলকাতায় এসে দক্ষিণেশ্বরে হাজির অজয়। শীঘ্রই শুরু হবে ছবির প্রমোশন। আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে এই ছবি।