অপরাজিতা আঢ্য ও প্রসেনজিৎকে নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অনামিকা সাহা। অপরাজিতা তাঁকে চিনতে পারেন না বলে উষ্মা প্রকাশ করেন বর্ষিয়ান অভিনেত্রী। অথচ একটা সময় তাঁদের সম্পর্ক ছিল খুব ভালো। প্রসেনজিতের সঙ্গেও তাঁর সম্পর্কে চিড় ধরেছে বলেও মনে করেন অভিনেত্রী।
বর্ষিয়ান অভিনেত্রী অনামিকা সাহা। সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে বাংলার দুই টলি অভিনেতা ও অভিনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। তাঁর প্রথম নিশানা ছিলে অপাজিতা আঢ্যর দিকে। বর্তমান টলিপাড়ার ব্যস্ত অভিনেত্রী অপরাজিত। জনপ্রিয়ও বটে। কিন্তু সেই অপরাজিতা এখন আর অনামিকা সাহাকে চিন্তেই পারেন না। তেমনই অভিযোগ অনামিকা সাহার। তিনি আরও বলেছেন, একটা সময় অপরাজিতা আঢ্যর সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিল। অপরাজিতা তাঁকে মাম্মাম বলে ডাকত। পরিচালকদের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন অপরাজিতা। তিনি একাধিক পরিচালকের কাছে নিয়ে যান। তাঁরই সূত্রধরে অপরাজিতা স্বাপন সাহার ছবিতে নায়িকা হয়ে যায়। কিন্তু তারপর বিয়ে করে তিন বছর গায়েব হয়ে যায়। বিয়েতেও নিমন্ত্রণ করেননি অনামিকা সাহাকে। আর এখন দেখা হলেও তেমন কথা বলেন না। এতেই তাঁর কষ্ট হয়। অন্যদিকে প্রসেনজিৎকে নিয়েও তাঁর অভিযোগ রয়েছে। প্রসেনজিৎ তাঁর খোঁজ খবর নিলেও কাজের তেমন সুযোগ করে দেয় না। প্রসেনজিৎ নিজের হাউসেও তাঁকে কাজের কথা বলেনি।