১২ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে বাংলা ছবি 'প্রেম টেম'। এই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন সৌম্য মুখোপাধ্যায় এবং নায়িকার ভূমিকায় সুস্মিতা চট্টোপাধ্যায়। ছবির পরিচালনা করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। আর এবার সেই ছবির প্রচারেই তাঁদের দেখা গেল পুরুলিয়ায়। ভিন্ন স্বাদের এক প্রেমের গল্প রয়েছে এই ছবিতে, এমনটাই জানালেন ছবির পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়। সেই সঙ্গেই শর্তহীনভাবে ভালোবাসার কথাও তিনি বললেন। ছবির প্রচারে গিয়ে ছবির অভিনেতা ও অভিনেত্রী জানালেন তাঁদের প্রথম ছবিতে অভিনয়ের অভিঞ্জতার কথা।