অবশেষে চার হাত এক হল। গাঁটছড়ায় বাঁধা পড়লেন অনির্বাণ ও মধুরিমা। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল তাঁদরে বিয়ের কথা। অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। অনেক দিনের সম্পর্ক অবশেষে পরিণতি পেল। অভিনয়ের সূত্রেই আলাপ হয়েছিল তাঁদের। থিয়েটারে দীর্ঘদিন এক সঙ্গে অভিনয় করেছেন। বিয়ে করে যে তিনি বেশ খুশি তা বেশ বোঝাই যাচ্ছে। বিয়ের সময় দু'জনের পরনেই ছিল লাল পোশাক। রেজিস্ট্রি করেই আপাতত বিয়েটা সেড়েছেন তাঁরা। তবে পরে কিছু পারিবারিক অনুষ্ঠানের কথা রয়েছে বলা জানা যাচ্ছে।