জন্মদিনটা সকলের কাছেই খুব স্পেশাল। আর এই দিন যদি কাছের মানুষদের সঙ্গে কাটানো যায় তাহলে তো কোনও কথাই নেই। ২৮ জানুয়ারি 'অপরাজিতা অপু' ধারাবাহিকের অপু অর্থাৎ সুস্মিতার জন্মদিন।
জন্মদিনটা সকলের কাছেই খুব স্পেশাল। সবাই চায় এই দিনটাকে বিশেষ ভাবে পালন করতে। আর এই দিন যদি কাছের মানুষদের সঙ্গে কাটানো যায় তাহলে তো কোনও কথাই নেই। ২৮ জানুয়ারি 'অপরাজিতা অপু' ধারাবাহিকের অপু অর্থাৎ সুস্মিতার জন্মদিন। আর এই দিনটাকে আরও সুন্দর করে তুললেন সুস্মিতার পরিবার এবং বন্ধুরা। সারাদিন শুটিংয়ের পর বাড়ি ফিরে সে দেখে সকলেই তার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছেন। বার্থডে-র মতো বিশেষ দিনে সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। বার্থডের এই সারপ্রাইজ দেখে তাই আনন্দে আত্নহারা অভিনেত্রী। জন্মদিনের আনন্দে মাতলেন অভিনেত্রী। জন্মদিনে চুটিয়ে মজা করছেন অপু অর্থাৎ সুস্মিতা। সোশ্যাল মিডিয়ায় উঠে এল তাঁর বার্থডে সেলিব্রেশনের ছবি। মধ্যরাতে বার্থডে সেলিব্রেশন অপুর। বেলুন আর আলোতে সেজে উঠেছে ঘর। মধ্যমণি হয়ে নিজের ঘরেই কেকও কাটলেন অপু। সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করলেন সেই ছবি।