জমজমাট জি বাংলার 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিক। 'প্রাণ বাঁচাতে, প্রাণ সংশয়' এই বিশেষ পড়বে টানটান উত্তেজনা। নিখোঁজ হয়ে যাওয়া রিনিকে কি উদ্ধার করতে পারবে ঊর্মি। নাকি পাতানো ফাঁদে পা দিয়ে ঊর্মি বিপদে পড়বে। পরিবারকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে কোন বিপদে পড়বে ঊর্মি।
১৪-১৮ জুলাইয়ের বিশেষ পড়বে রয়েছে টানটান উত্তেজনা। উদ্ধার করতে গিয়ে ঊর্মি কোন বিপদে পড়বে। জানতে 'এই পথ যদি না শেষ হয়ে' দেখতে ভুলবেন না।