লতা মঙ্গেশকরের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি এখনও অনেকেই। লতা মঙ্গেশকরের মৃত্যুর পরই আরও দুই সঙ্গীতশিল্পীর প্রয়াণ। মঙ্গলবার রাতে মৃত্যু হয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যেই প্রয়াত বাপ্পি লাহিড়ি। একের পর এক নক্ষত্রপতনে শোকের ছায়া সঙ্গীত জগতে। 'সঙ্গীতের আকাশে তিন নক্ষত্র ঝড়ে পড়ল', বললেন বাবুল সুপ্রিয়।
লতা মঙ্গেশকরের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি এখনও অনেকেই। লতা মঙ্গেশকরের মৃত্যুর পরই আরও দুই সঙ্গীতশিল্পীর প্রয়াণ। মঙ্গলবার রাতে মৃত্যু হয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যেই প্রয়াত বাপ্পি লাহিড়ি। একের পর এক নক্ষত্রপতনে শোকের ছায়া সঙ্গীত জগতে। 'সঙ্গীতের আকাশে তিন নক্ষত্র ঝড়ে পড়ল', বললেন বাবুল সুপ্রিয়। বাপ্পি লাহিড়ি এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ বাবুলের। এরা চিরদিন বেঁচে থাকবে মানুষের মধ্যে , বললেন বাবুল সুপ্রিয়। প্রয়ঙ্গত, ৬ ফেব্রুয়ারি ভারতের কোকিল কণ্ঠী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ হয়ে উঠেছিল দেশ। সেই না ফেরার দেশে চলে যাওয়ার শোক কাটিয়ে ওঠার আগেই আবার কেঁপে উঠল বাংলার শিল্পী মহল। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় শারীরিক জটিলতা নিয়ে ভর্তি হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানে বাঁধ ভাঙা জমায়েতের শিল্পীর সংগীত অনুরাগীদের মঙ্গল কামনার মধ্যে দিয়েই চলে গেলেন এই গীতশ্রী শিল্পী। তাঁর মৃত্যুর পর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই প্রয়াত বাপ্পি লাহিড়ি। পরপর তিন সঙ্গীতশিল্পীকে হারিয়ে শোকস্তব্ধ সঙ্গীত জগৎ।