'আয় তবে সহচরী' ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। সহচরীর সংসারে নেমে এসেছে বড় ঝড়। সই-এর দুর্দিনে তার সহায় হয়ে পাশে দাঁড়িয়েছে বরফি। ধারাবাহিকে নানান উত্থান-পতন দেখাযাচ্ছে। ধরাবাহিকে দেখাযাবে এবার মকর সংক্রান্তি স্পেশাল এপিসোড। সেই শ্যুটিং করতে গিয়েই দেখুন কী কান্ড করল টিম সহচরী।
'আয় তবে সহচরী' ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। সহচরীর সংসারে নেমে এসেছে বড় ঝড়। দীর্ঘ সংসার জীবনে নিজের সর্বস্ব দিয়েও হটাৎই একদিন সই জানতে পারে সবটাই তার বিফলে গেছে, ঠকে গেছে সে। আর সই-এর এই দুর্দিনে তার সহায় হয়ে তাঁর পাশে দাঁড়িয়েছে বরফি। এখন নিশ্চয়ই আর বুঝতে অসুবিধা হচ্ছে না যে এখানে কথা হচ্ছে আয় তবে সহচরী ধারাবাহিক নিয়ে। এক অসম বয়সি বন্ধুত্ব, সংসারের মার প্যাঁচ এবং সময় বাধ না মানা এক স্বপ্নকে কেন্দ্র করেই এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প। ধারাবাহিকে নানা উত্থান-পতন থাকলেও পর্দার পিছনের ছবিটা কিন্তু একদম অন্যরকম। খুব তাড়াতাড়ি ধারাবাহিকে সম্প্রচার হতে চলেছে মকর সংক্রান্তি স্পেশাল এপিসোড। মকর সংক্রান্তি মানেই পিঠে পুলি। আর সেই শুটিং করতে গিয়েই ঘটেছে নানান মজার ঘটনা। সেই ভিডিওই সামনে এনেছেন সহচরী অর্থাৎ কনীনিকা বন্দ্যোপাধ্যায়।