সহচরীর সঙ্গে সমরেশের সম্পর্ক একেবারেই ভালো নয়। আয় তবে সহচরী ধারাবাহিক এমনটাই দেখা যাচ্ছে। স্ত্রী থাকতেও অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সমরেশ। ধারাবাহিকের মধ্যে দিয়ে পরকীয়া সম্পর্ক উঠে আসছে।
একের পর এক নতুন মোড় নিচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক আয় তবে সহচরীতে। বয়সের বাধা কাটিয়ে সহচরী সেনগুপ্ত ভর্তি হয়েছেলিন কলেজে। সহচরী সেনগুপ্তর লড়াইয়ের এই গল্পই মন কেড়ে নিয়েছিল সকলের। তাঁর সঙ্গে এই লড়াইয়ে তিনি পাশে পান বরফিকে। শুরুতে এই ধারাবাহিক আর পাঁচটা ধারাবাহিকের থেকে আলাদা হলেও সময়ের সঙ্গে এই ধারাবাহিকেও পরকীয়ার সম্পর্ক উঠে আসে। যা নিয়ে ওঠে সমালচনার ঝড়। আর এই ধারাবাহিকেই সহচরীর সঙ্গে তাঁর স্বামী সমরেশের সম্পর্ক একেবারেই ভালো নয়। আয় তবে সহচরী ধারাবাহিকের হাত ধরে এমনটাই উঠে এসেছে। স্ত্রী থাকতেও অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সমরেশ। ধারাবাহিকের হাত ধরে উঠে আসছে সমরেশের পরকীয়ার সম্পর্কও। তবে এসবই পর্দার ওপারের কথা। পর্দার বাইরে তবে সহচরী আর সমরেশ খুব ভালো বন্ধু। সোশ্যাল মিডিয়ার হাত ধরে এক নতুন ভিডিও উঠে এসেছে তাঁদের।