মনের আনন্দে সহচরীর উদ্দাম নাচ, ভিডিও ভাইরাল

মনের আনন্দে উদ্দাম নাচ সহচরীর। শ্যুটিংয়ের জন্যই তবে সহচরীর এমন নাচ। ভিডিওয় শাড়ি পরেই নাচতে দেখা গিয়েছে তাঁকে। তিনি তবে একাই নন তাঁর সঙ্গে কোমর দুলিয়েছেন অনেকেই। 
 

মনের আনন্দে উদ্দাম নাচ সহচরীর। শ্যুটিংয়ের জন্যই তবে সহচরীর এমন নাচ। ভিডিওয় শাড়ি পরেই নাচতে দেখা গিয়েছে তাঁকে। তিনি তবে একাই নন তাঁর সঙ্গে কোমর দুলিয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেছেন কণীনিকা নিজেই। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ কণীনিকা বন্দ্যোপাধ্যায়। হামেশাই তাঁকে দেখা যায় নানান ভিডিও শেয়ার করতে। তবে এর আগেও সহচরীকে দেখে গিয়েছে সেটে নাচতে। স্বামী, ছেলে এবং বৌমার সঙ্গে নাচতে দেখা গিয়েছে তাঁকে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক আয় তবে সহচরীতে একের পর এক নতুন মোড় নিচ্ছে। বয়সের বাধা কাটিয়ে সহচরী সেনগুপ্ত ভর্তি হয়েছিলেন কলেজে। সহচরী সেনগুপ্তর লড়াইয়ের এই গল্পই মন কেড়ে নিয়েছিল সকলের। তাঁর সঙ্গে এই লড়াইয়ে তিনি পাশে পান বরফিকে। শুরুতে এই ধারাবাহিক আর পাঁচটা ধারাবাহিকের থেকে আলাদা হলেও সময়ের সঙ্গে এই ধারাবাহিকেও পরকীয়ার সম্পর্ক উঠে আসে। যা নিয়ে ওঠে সমালচনার ঝড়। তবে এখন আবারও নতুন মোড় নিয়েছে ধারাবাহিকে। সহচরীর জীবনের লড়াইয়ের গল্প উঠে আসছে এই ধারাবাহিকের হাত ধরে। 

18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা05:14RG Kar : বিচারের দাবীতে গর্জন! কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের, রয়েছেন তারকারাও04:05RG Kar Protest : '২৩ দিন হয়ে গেল, প্রয়োজনে পথে নামবো' রবিবাসরীয় কলকাতার রাজপথে প্রতিবাদের গর্জন06:11Actress Payel Mukherjee : গাড়িতে হামলা, হেনস্থা, ভয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী পায়েল, দেখুন কি হয়েছে06:03'নির্যাতিতার বিচার চাই' আর জি কর কাণ্ডের বিচার চেয়ে পথে নামল টলিউড