মনের আনন্দে উদ্দাম নাচ সহচরীর। শ্যুটিংয়ের জন্যই তবে সহচরীর এমন নাচ। ভিডিওয় শাড়ি পরেই নাচতে দেখা গিয়েছে তাঁকে। তিনি তবে একাই নন তাঁর সঙ্গে কোমর দুলিয়েছেন অনেকেই।
মনের আনন্দে উদ্দাম নাচ সহচরীর। শ্যুটিংয়ের জন্যই তবে সহচরীর এমন নাচ। ভিডিওয় শাড়ি পরেই নাচতে দেখা গিয়েছে তাঁকে। তিনি তবে একাই নন তাঁর সঙ্গে কোমর দুলিয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেছেন কণীনিকা নিজেই। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ কণীনিকা বন্দ্যোপাধ্যায়। হামেশাই তাঁকে দেখা যায় নানান ভিডিও শেয়ার করতে। তবে এর আগেও সহচরীকে দেখে গিয়েছে সেটে নাচতে। স্বামী, ছেলে এবং বৌমার সঙ্গে নাচতে দেখা গিয়েছে তাঁকে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক আয় তবে সহচরীতে একের পর এক নতুন মোড় নিচ্ছে। বয়সের বাধা কাটিয়ে সহচরী সেনগুপ্ত ভর্তি হয়েছিলেন কলেজে। সহচরী সেনগুপ্তর লড়াইয়ের এই গল্পই মন কেড়ে নিয়েছিল সকলের। তাঁর সঙ্গে এই লড়াইয়ে তিনি পাশে পান বরফিকে। শুরুতে এই ধারাবাহিক আর পাঁচটা ধারাবাহিকের থেকে আলাদা হলেও সময়ের সঙ্গে এই ধারাবাহিকেও পরকীয়ার সম্পর্ক উঠে আসে। যা নিয়ে ওঠে সমালচনার ঝড়। তবে এখন আবারও নতুন মোড় নিয়েছে ধারাবাহিকে। সহচরীর জীবনের লড়াইয়ের গল্প উঠে আসছে এই ধারাবাহিকের হাত ধরে।