গাঁটছড়া ধারাবাহিকের গল্পে নয়া মোড়। দিদির পালিয়ে যাওয়ায় পরিবারের সম্মান বাঁচাতে বিয়ের পিঁড়িতে খড়ি। সদ্যই সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। কী হতে চলেছে খড়ির জীবনে, সেই দিকেই তাকিয়ে এখন দর্শকরা।
গাঁটছড়া ধারাবাহিকের গল্পে নয়া মোড়। দিদির পালিয়ে যাওয়ায় পরিবারের সম্মান বাঁচাতে বিয়ের পিঁড়িতে খড়ি। সদ্যই সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। কী হতে চলেছে খড়ির জীবনে, সেই দিকেই তাকিয়ে এখন দর্শকরা। গাঁটছড়া বলতে আপনি কি বোঝেন? একটা বন্ধন, একটা সম্পর্কের দৃরতার প্রতীকী, না এককথায় বিয়ে। আর সেই কনসেপ্টেই বেহালার নোনা ধরা দেওয়াল সেজে উঠল আপনাদের চেনা খড়ির তুলির টানে। ধারাবাহিকের গল্পে এখন নয়া মোড়। দিদির পালিয়ে যাওয়ায় পরিবারের সম্মান বাঁচাতে বিয়ের পিঁড়িতে বসে খড়ি। সদ্যই সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রমো। যদিও মায়ের অনুরোধেই দিদির জায়গায় মুখ ঢেকে বিয়ের পিঁড়িতে বসে খড়ি কিন্তু সিঁদুরদানের আগেই সে সব সত্যি সকলকে জানিয়ে দেয়। সব সত্যি জানার পরেও তাঁকে তবুও ভুল বোঝে সবাই। এবার কী হতে চলেছে খড়ির সঙ্গে সেই দিকেই তাকিয়ে এখন দর্শকরা। আর এই গাঁটছড়ার কনসেপ্টই ফুটে উঠেছে বেহালার নোনাধরা দেওয়ালে। সেই ছবিই এল এবার সামনে।