শ্যুটিংয়ের ফাঁকে চুটিয়ে মজা করেন গাঁটছড়া পরিবারের সদস্যরা। সোশ্যাল মিডিয়ার হাত ধরে তাদের নানান মজার মজার ভিডিও উঠে আসে। আবারও এক মজার ভিডিও উঠে এল এবার।
শ্যুটিংয়ের ফাঁকে চুটিয়ে মজা করেন গাঁটছড়া পরিবারের সদস্যরা। সোশ্যাল মিডিয়ার হাত ধরে তাদের নানান মজার মজার ভিডিও উঠে আসে। আবারও এক মজার ভিডিও উঠে এল এবার। ব্যাট-বল ছাড়াই গাঁটছড়ার সেটে চলছে ক্রিকেট খেলা। এবার এমনই মজার ভিডিও শেয়ার করলেন রাহুল অর্থাৎ অনিন্দ্য। প্রসঙ্গত, গাঁটছড়া ধরাবাহিক ইতিমধ্যেই সকলের মনে জায়গা করে নিয়েছে। ধারাবাহিকে খড়ির লড়াকু মনোভাব সবার মন জয় করে নিয়েছে। প্রথমে এই ধারাবাহিক নিয়ে অনেকে অনেকরকম মন্তব্য করলেও সময়ের সঙ্গে এই ধারাবাহিক সবার মনে ছাপ ফেলেছে। এর আগেও সোশ্যাল মিডিয়ার হাত ধরে গাঁটছড়ার শ্যুটিংয়ের নানান মজার মজার ভিডিও উঠে এসেছে সামনে। শ্যুটিংয়ের ফাঁকে তারা যে কতটা মজা করে সেই ছবি উঠে এসেছে বারবার। পর্দার ওপারে সবার সঙ্গে সবার সম্পর্ক যেমনই হোক না কেন, পর্দার বাইরে সবাই একই পরিবারের সদস্য হয়ে উঠেছে।