গাঁটছড়া ধারাবাহিকের শ্যুটিংয়ের ফাঁকে বরের সাজে তুমুল নাচ অনিন্দ্য-র, ভিডিও ভাইরাল

জোর কদমে চলছে গাঁটছড়া ধারাবাহিকের শ্যুটিং। সোশ্যাল মিডিয়ার হাত ধরে বারবার উঠে আসছে সেই ছবি। এবার বরের সাজে নাচ করতে দেখা গেল অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। অনিন্দ্যর সঙ্গেই দেখা গেল শ্রীমাকেও।
 

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক এখন গাঁটছড়া। ধারাবাহিকে সকলের অভিনয় জয় করে নিয়েছে সবার মন। ধারাবাহিকের গল্পও সবার মনে জায়গা করে নিয়েছে। ইতিমধ্যেই টিআরপি তালিকায়ও নিজেদের জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। জোর কদমে চলছে গাঁটছড়া ধারাবাহিকের শ্যুটিং। সোশ্যাল মিডিয়ার হাত ধরে বারবার উঠে আসছে সেই ছবি। শ্যুটিংয়ের নানান মজার ভিডিও থেকে শুরু করে নানান রকমের ভিডিও সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে এসেছে আগেও। এবার বরের সাজে নাচ করতে দেখা গেল অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। অনিন্দ্যর সঙ্গেই দেখা গেল শ্রীমাকেও। কনের সাজে অনিন্দ্যর সঙ্গে দেখা গেল শ্রীমাকেও। দু'জনকে একসঙ্গে চুটিয়ে আড্ডা মারতেও দেখা গেল। আড্ডা মারতে মারতেই দুজনে মিলে করলেন মজার ভিডিও। ভিডিও ইতিমধ্যেই নজরকেড়েছে নেটাগরিকদের। ৯ ঘন্টার মধ্যেই ভিডিওটিতে ২২ হাজারেরও বেশি লাইক পড়েছে। এছাড়াও ভিডিওটিতে কমেন্টও রয়েছে ২০০র বেশি। ভিডিওটি সবার মনে যে কতটা জায়গা করে নিয়েছে তা বেশ বোঝা যাচ্ছে। 

07:47১৭ দিনে প্রায় ১৩ কোটির ঘরে পা রাখল খাদান, আপ্লুত হয়ে বড় ঘোষণা করলেন দেব10:03'বহুরূপীর জন্যই খাদান এত সাফল্য পেয়েছে' কেন এমন বললেন দেব? দেখুন পুরো ভিডিও03:38খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা05:14RG Kar : বিচারের দাবীতে গর্জন! কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের, রয়েছেন তারকারাও