জোর কদমে চলছে গাঁটছড়া ধারাবাহিকের শ্যুটিং। সোশ্যাল মিডিয়ার হাত ধরে বারবার উঠে আসছে সেই ছবি। এবার বরের সাজে নাচ করতে দেখা গেল অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। অনিন্দ্যর সঙ্গেই দেখা গেল শ্রীমাকেও।
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক এখন গাঁটছড়া। ধারাবাহিকে সকলের অভিনয় জয় করে নিয়েছে সবার মন। ধারাবাহিকের গল্পও সবার মনে জায়গা করে নিয়েছে। ইতিমধ্যেই টিআরপি তালিকায়ও নিজেদের জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। জোর কদমে চলছে গাঁটছড়া ধারাবাহিকের শ্যুটিং। সোশ্যাল মিডিয়ার হাত ধরে বারবার উঠে আসছে সেই ছবি। শ্যুটিংয়ের নানান মজার ভিডিও থেকে শুরু করে নানান রকমের ভিডিও সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে এসেছে আগেও। এবার বরের সাজে নাচ করতে দেখা গেল অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। অনিন্দ্যর সঙ্গেই দেখা গেল শ্রীমাকেও। কনের সাজে অনিন্দ্যর সঙ্গে দেখা গেল শ্রীমাকেও। দু'জনকে একসঙ্গে চুটিয়ে আড্ডা মারতেও দেখা গেল। আড্ডা মারতে মারতেই দুজনে মিলে করলেন মজার ভিডিও। ভিডিও ইতিমধ্যেই নজরকেড়েছে নেটাগরিকদের। ৯ ঘন্টার মধ্যেই ভিডিওটিতে ২২ হাজারেরও বেশি লাইক পড়েছে। এছাড়াও ভিডিওটিতে কমেন্টও রয়েছে ২০০র বেশি। ভিডিওটি সবার মনে যে কতটা জায়গা করে নিয়েছে তা বেশ বোঝা যাচ্ছে।