টানটান উত্তেজনা চলছে গৌরী এল ধারাবাহিকে। সদ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ঈশান-গৌরী। তবে ঈশান-গৌরীর বিয়ে নিয়ে জল ঘোলার শেষ নেই। খুব অল্প দিনের মধ্যেই তাঁদের জুটি মন কেড়েছে দর্শকদের।
একের পর এক নতুন মোড় নিচ্ছে গৌরী এল ধারাবাহিক। টানটান উত্তেজনা চলছে গৌরী এল ধারাবাহিকে। একেবারে রহস্যে ভরপুর এক ধারাবাহিক গৌরী এল। সদ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ঈশান-গৌরী। তবে ঈশান-গৌরীর বিয়ে নিয়ে জল ঘোলার শেষ নেই। ঈশন-গৌরীর বিয়ে ঘিরে ইতিমধ্যেই ঘটেছে নানান অলৌকিক ঘটনা। তবে কি তারাই পার্বতী এবং মহাদেবের অংশ, এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। আর সেই উত্তর মিলবে এই ধারাবাহিকেই। খুব অল্প দিনের মধ্যেই ঈশন-গৌরীর জুটি মন কেড়েছে দর্শকদের। গৌরী এল-র সেটে এশিয়ানেট নিউজ বাংলা। এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি ঈশান-গৌরী জুটি। পর্দার বাইরে তাঁদের বন্ডিং ধরা পড়ল ক্যামেরায়। ঈশান-গৌরী ভাগ করে নিলেন তাঁদের নানান মজার গল্প। নাচ থেকেই অভিনয়ে এসেছে গৌরী, তাই গৌরীর মুখের এক্সপ্রেশন খুব ভালো, জানালেন ঈশান। ঈশানের প্রশংসাও করতে শোনা গেল গৌরীকে। তাই নিয়ে হাসি-ঠাট্টাও করতে দেখা গেল দু'জনকে।