দর্শকদের মনে জায়গা করে নিয়েছে খুকুমণি হোম ডেলিভারি। বিহানের সঙ্গে খুকুমণির বিয়ের পর খুকুমণি এখন তার রক্ষাকবচ। ঘরে-বাইরে তাঁদের শত্রুর শেষ নেই। পর্দার বাইরে টিম খুকুমণির মজার ভিডিও এল সামনে। ভিডিও শেয়ার করলেন বিহান অর্থাৎ অভিনেতা রাহুল।
একের পর এক নতুন মোড় নিচ্ছে খুকুমণি হোম ডেলিভারি। এবার খুকুমণি হোম ডেলিভারির এক নতুন ভিডিও সামনে এল। প্রথম থেকেই দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। দর্শকদের মনে যে এই ধারাবাহিক একটা জায়গা করে নিয়েছে তা টিআরপি তালিকা দেখলেই বেশ বোঝা যায়। ধারাবাহিকে বিহানের সঙ্গে খুকুমণির বিয়ের পর খুকুই দিন দিন হয়ে উঠছে বিহানের রক্ষাকবচ। ঘরে বাইরে তাদের শত্রুর শেষ নেই। কিন্তু পর্দার বাইরে টিম খুকুমনির নানান মজার মুহূর্ত আগেও বহুবার সামনে এসেছে। পর্দার বাইরে তারা যে কতটা মজা করে শ্যুটিং করে তা আগেও দেখা গিয়েছে বহুবার। আরও একবার তেমনই এক মজার ভিডিও সামনে এল। এবারও তেমনি এক ভিডিও শেয়ার করলেন বিহান অর্থাৎ অভিনেতা রাহুল। ভিডিওয় এবারও দেখা গিয়েছে শ্যুটিংয়ের ফাঁকের কিছু মজার মুহূর্তের ভিডিও। সেখানে লুকিয়ে লুকিয়ে মাছও খেতে দেখা গিয়েছে খুকুমণিকে।