এর আগেও বিহান খুকু এবং টিম খুকুমণির নানান মজার মজার ভিডিও সামনে এসেছে। সেটে শ্যুটিংয়ের ফাঁকে তাঁরা ঠিক কী করেন সেই ছবি উঠে এসেছে।
এর আগেও বিহান, খুকু এবং টিম খুকুমণির নানান মজার মজার ভিডিও সামনে এসেছে। সেটে শ্যুটিংয়ের ফাঁকে তাঁরা ঠিক কী করেন সেই ছবি উঠে এসেছে। কিন্তু এবার একেবারে অন্যরকম এক ভিডিও সামনে আনলেন আপনাদের প্রিয় বিহান অর্থাৎ অভিনেতা রাহুল মজুমদার। গুন্ডাদের সঙ্গে খুকুর ফাইট সিকুয়েন্স তো আপনারা পর্দাতেই দেখেছেন। কিন্তু জানেন কি এই ধরনের দৃশ্যের জন্য কত টা কসরত করতে হয় তাঁদের? আর সেই শুটিংয়েরই একটা দৃশ্য তুলে ধরলেন রাহুল। ভিডিও দেখা গিয়েছে খুকুমণি কীভাবে লড়াই করছে সকলের সঙ্গে। বাজারের মাঝেই তাঁকে দেখা গিয়েছে ফাইট করতে। ভিডিওয় দেখা গিয়েছে রাহুল বলছেন একটা ভয়ানক সিন হচ্ছে এবং সবাই খাটাখাটি করছে। একটা শ্যুটিংয়ের পিছনে যে সকলের কতটা পরিশ্রম থাকে, সেই ছবি উঠে এসেছে এই ভিডিওর মধ্য়ে দিয়ে। তবে সেই সঙ্গেই মেকআপরুমের হাসি ঠাট্টার ছবিও উঠে এসেছে।