অবশেষে এসে গেল সেই মনখারাপ করা মুহূর্ত। খুব অল্প সময়ের মধ্যেই সবার মন জয় করে নিয়েছিল কড়ি খেলা। অবশেষে শেষের মুখে এখন এই ধারাবাহিক। এশিয়ানেট নিউজ বাংলা পৌঁছিয়ে গিয়েছিল কড়ি খেলার সেটে।
অবশেষে এসে গেল সেই মনখারাপ করা মুহূর্ত। খুব অল্প সময়ের মধ্যেই সবার মন জয় করে নিয়েছিল কড়ি খেলা। অবশেষে শেষের মুখে এখন এই ধারাবাহিক। এশিয়ানেট নিউজ বাংলা পৌঁছিয়ে গিয়েছিল কড়ি খেলার সেটে। ভাবলে মনে হয় এইতো সেদিনকার কথা এইতো সবে পথ চলা শুরু করেছিল সকলের প্রিয় ধারাবাহিক কড়ি খেলা। খুব অল্প দিনের মধ্যেই দর্শকদের ভালোবাসাও জিতে নিয়েছিলেন এই ধারাবাহিক। তবে সব কিছুরই একটা শেষ থাকে। এবার তেমনই সময় এসে উপস্থিত। শেষের পথে কড়িখেলা তবে সময় চোখের পলকে পেরিয়ে যায় তাই ধারাবাহিক এখন শেষের মুখে। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক বন্ধের খবর সামনে আসছিল, অবশেষে এসে পড়ল সেই মুহূর্ত। এশিয়ানেট নিউজ বাংলা ক্যামেরা পৌঁছিয়ে গিয়েছিল কড়ি খেলার সেটে। সেখানেই এই ধারাবাহিকের খুদে সদস্যদের সঙ্গে কথা বলে নিলাম আমরা। শেষ দিনে চোখের জল বাঁধ মানছে না তাদেরও। ধারাবাহিক নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানালেন সকলে। কথা বলতে গিয়েই চোখে জল ধারাবাহিকের খুদে সদস্যদের।