মিঠাই ধারাবাহিক সকলের মনেই জয়গা করে নিয়েছে। টিআরপি তালিকা দেখলে মিঠাই যে কতটা । মাঝে মধ্যেই মিঠাই-এর ভক্তরা শ্যুটিং ফ্লোরে ঢুঁ মারে। এবার দেখা গেল এমনই এক ছবি। ভক্তদের সঙ্গে কেক কাটলেন মিঠাই-এর উচ্ছেবাবু। ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি।
মিঠাই ধারাবাহিক সকলের মনেই জয়গা করে নিয়েছে। টিআরপি তালিকা দেখলে মিঠাই যে কতটা । মাঝে মধ্যেই মিঠাই-এর ভক্তরা শ্যুটিং ফ্লোরে ঢুঁ মারে। এবার দেখা গেল এমনই এক ছবি। ভক্তদের সঙ্গে কেক কাটলেন মিঠাই-এর উচ্ছেবাবু। ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। প্রসঙ্গত, জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম ধারাবাহিক জি বাংলার মিঠাই। মিঠাই দর্শকদের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছে। মিঠাই পরিবারের সদস্যদের মধ্যে বন্ডিং সকলের মন কেড়েছে। মিঠাই-এর ভক্তের সংখ্যা যে ঠিক কতটা সেটা আর বলার অপেক্ষা রাখে না। টিআরপি তালিকায় মিঠাইয়ের স্থান দেখলে বেশ বোঝা যায় মিঠাই সবার কতটা প্রিয়। মিঠাই, সিড এবং পুরো মোদক পরিবারি যেন দর্শদের কুবই কাছের। আর তাই মাঝে মাঝেই শ্যুটিং স্টুডিওতে ঢুঁ মারেন মিঠাইয়ের অসংখ্য ভক্তরা। আবারও দেখা গেল এমনি এক ছবি। ভক্তদের সাথে কেক কেটতে দেখা গেল সিডকে।