কেমন মজা করে চলে রনি রাসমণির শুটিং, এবার ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। মাঝে শোনা গিয়েছিল শেষ এর পথে পৌঁছে গেছে ধারাবাহিক। কিন্তু সব জল্পনা উড়িয়ে সময় বদলে স্ব মহিমায় চলছে রানী রাসমণি উত্তর পর্ব।
রানি রাসমণি ধারাবাহিকে একের পর এক নতুন মোড় আসছে। ধারাবাহিকে সেই সঙ্গেই নতুন নতুন সব মুখও দেখা যাচ্ছে। তবে এই ধারাবাহিক বরাবরই দর্শকদের নজর কেড়ে এসেছে। তবে এই ধারাবাহিকের শ্যুটিং কেমন করে হয় তা এবার এল দর্শকদের সামনে। একেবারে এক অন্যরকমের মজার ভিডিও এবার এল সামনে। কেমন মজা করে চলে রনি রাসমণির শুটিং, এবার ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। মাঝে শোনা গিয়েছিল শেষ-এর পথে পৌঁছে গিয়েছে ধারাবাহিক রানি রাসমণি। কিন্তু সব জল্পনা উড়িয়ে সময় বদলে স্বমহিমায় চলছে রানী রাসমণি উত্তর পর্ব। শুধু তাই নয় এই ধারাবিক দর্শকদের মনে একটা বিশেষ জায়গা যে করে নিয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা সেটের মধ্যে শুটিং এর ফাঁকে কী চলে সেই ভিডিও শেয়ার করলেন কুমুদ অর্থাৎ অভিনেত্রী প্রমিতা।