জেলায় জেলায় ভাইফোঁটায় (Bhai Phonta) মেতেছে সকলে। ঘরে ঘরে চলছে ভাইফোঁটা। ভাইফোঁটায় আনন্দে মাতলেন শ্রীময়ী ধারাবাহিকের দিঠি অর্থাৎ ঐশী (Aishi Bhattacharya)। সকাল সকাল উঠেই ফোঁটা দিয়েছেন অভিনেত্রী ঐশী ভট্টাচার্য। ঐশীর কাছে ভাইফোঁটা মানে ডায়েট ভুলে জমিয়ে খাওয়া। প্রতি বছর ভাইফোঁটায় ঐশীর বাড়িতেই মিষ্টি তৈরি হয়। ঐশী জানালেন, তাঁর মা সব মিষ্টি বানান এদিন। ভাইফোঁটার দিনও শ্যুটিং রয়েছে, জানালেন অভিনেত্রী। সবাইকে তবে পরিবারের সঙ্গে চুটিয়ে আনন্দ করতে বললেন ঐশী। ভাইফোঁটায় শাড়ি পরে দেখা গেল অভিনেত্রীকে। সকালে ছিমছাম সাজে দেখা গেল অভিনেত্রীকে। দাদা এবং ভাইকে ফোঁটা দিয়ে নিজে হাতে মিষ্টিও খাইয়ে দিতে দেখা গিয়েছে তাঁকে। প্রতি বছর ভাইফোঁটার দিন তিনি যে চুটিয়ে আনন্দ করেন তা বেশ বোঝা গেল তাঁর কথায়। ভাইফোঁটার সকালে তাঁর বাড়িতে স্পেশাল মেনু ছিল লুচি তরকারি। তাঁর বাড়িতেই রকমারি মিষ্টি হয়েছে। মিষ্টির মধ্যে রয়েছে বোঁদে, জিলিপি আর মালপোয়া। দুপুরে যে তাঁর বাড়িতে খাওয়া হবে না সে কথাও জানালেন ঐশী। তবে রাতে চুটিয়ে আনন্দ করবেন বলেও জানালেন তিনি।
জেলায় জেলায় ভাইফোঁটায় (Bhai Phonta) মেতেছে সকলে। ঘরে ঘরে চলছে ভাইফোঁটা। ভাইফোঁটায় আনন্দে মাতলেন শ্রীময়ী ধারাবাহিকের দিঠি অর্থাৎ ঐশী (Aishi Bhattacharya)। সকাল সকাল উঠেই ফোঁটা দিয়েছেন অভিনেত্রী ঐশী ভট্টাচার্য। ঐশীর কাছে ভাইফোঁটা মানে ডায়েট ভুলে জমিয়ে খাওয়া। প্রতি বছর ভাইফোঁটায় ঐশীর বাড়িতেই মিষ্টি তৈরি হয়। ঐশী জানালেন, তাঁর মা সব মিষ্টি বানান এদিন। ভাইফোঁটার দিনও শ্যুটিং রয়েছে, জানালেন অভিনেত্রী। সবাইকে তবে পরিবারের সঙ্গে চুটিয়ে আনন্দ করতে বললেন ঐশী। ভাইফোঁটায় শাড়ি পরে দেখা গেল অভিনেত্রীকে। সকালে ছিমছাম সাজে দেখা গেল অভিনেত্রীকে। দাদা এবং ভাইকে ফোঁটা দিয়ে নিজে হাতে মিষ্টিও খাইয়ে দিতে দেখা গিয়েছে তাঁকে। প্রতি বছর ভাইফোঁটার দিন তিনি যে চুটিয়ে আনন্দ করেন তা বেশ বোঝা গেল তাঁর কথায়। ভাইফোঁটার সকালে তাঁর বাড়িতে স্পেশাল মেনু ছিল লুচি তরকারি। তাঁর বাড়িতেই রকমারি মিষ্টি হয়েছে। মিষ্টির মধ্যে রয়েছে বোঁদে, জিলিপি আর মালপোয়া। দুপুরে যে তাঁর বাড়িতে খাওয়া হবে না সে কথাও জানালেন ঐশী। তবে রাতে চুটিয়ে আনন্দ করবেন বলেও জানালেন তিনি।