শনিবার সকাল থেকেই বাঙালির ঘরে ঘরে ফোঁটা হচ্ছে। ফোঁটার আনন্দে মেতেছে সকলে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা সবাই মেতেছেন ফোঁটায়। নিজের ভাইয়ের মৃত্যুর পর আর ফোঁটা দেননি ইন্দ্রানী হালদার। এবার আবারও ভাইফোঁটা দিলেন অভিনেত্রী। নিজের ভাই না থাকলেও আরও ভাইরা রয়েছেন। তাঁদেরকেই এবার ফোঁটা দিলেন ইন্দ্রানী হালদার। সকাল থেকেই ফোঁটা দিতে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে তাঁকে। নিউ আলিপুরের বাড়িতেই ভাইদের ফোঁটা দিলেন তিনি। ফোঁটা দিয়ে জানালেন, ভাই মারা যাওয়ার পর থেকে ফোঁটার দিন তিনি নিজেকে ব্যস্ত রাখতেন। তবে এবার দু'বছর পর তিনি ভাইদের ফোঁটা দিলেন। শুক্রবার তাঁর অনুষ্ঠান ছিল, সেখানেই ছিলেন তিনি। রাতে ফিরেও ভাইদের জন্য ফোঁটার ব্যবস্থা করেন তিনি। ফোঁটার দিন সকাল থেকেই নিজে সব জোগাড় করেছেন ভাইদের জন্য। ভাইদের ফোঁটা দিয়ে তাঁদের হাতে উপহারও তুলে দিতে দেখা যায় তাঁকে।
শনিবার সকাল থেকেই বাঙালির ঘরে ঘরে ফোঁটা হচ্ছে। ফোঁটার আনন্দে মেতেছে সকলে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা সবাই মেতেছেন ফোঁটায়। নিজের ভাইয়ের মৃত্যুর পর আর ফোঁটা দেননি ইন্দ্রানী হালদার। এবার আবারও ভাইফোঁটা দিলেন অভিনেত্রী। নিজের ভাই না থাকলেও আরও ভাইরা রয়েছেন। তাঁদেরকেই এবার ফোঁটা দিলেন ইন্দ্রানী হালদার। সকাল থেকেই ফোঁটা দিতে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে তাঁকে। নিউ আলিপুরের বাড়িতেই ভাইদের ফোঁটা দিলেন তিনি। ফোঁটা দিয়ে জানালেন, ভাই মারা যাওয়ার পর থেকে ফোঁটার দিন তিনি নিজেকে ব্যস্ত রাখতেন। তবে এবার দু'বছর পর তিনি ভাইদের ফোঁটা দিলেন। শুক্রবার তাঁর অনুষ্ঠান ছিল, সেখানেই ছিলেন তিনি। রাতে ফিরেও ভাইদের জন্য ফোঁটার ব্যবস্থা করেন তিনি। ফোঁটার দিন সকাল থেকেই নিজে সব জোগাড় করেছেন ভাইদের জন্য। ভাইদের ফোঁটা দিয়ে তাঁদের হাতে উপহারও তুলে দিতে দেখা যায় তাঁকে।