কনকনে ঠাণ্ডা কুলুতে, তার মাঝেই শ্যুটিং-এ ব্যস্ত অমিতাভ বচ্চন আর রণবীর কাপুর। যেখানে রণবীরের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে আলিয়া ভাটকেও। আগামী বছর মুক্তি পেতে চলেছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি। এদিকে শ্যুটিং-এর মাঝেই জমিয়ে ঠাণ্ডা উপভোগ করছেন রণবীর কাপুর। অন্যদিকে অমিতাভা বচচ্নকে বিশষে সম্মান প্রদান করল হিমাচল সরকার। তাঁর হাতে স্মারক তুলে দেন রাজ্যের বনমন্ত্রী গোবিন্দ সিং।
কনকনে ঠাণ্ডা কুলুতে, তার মাঝেই শ্যুটিং-এ ব্যস্ত অমিতাভ বচ্চন আর রণবীর কাপুর। যেখানে রণবীরের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে আলিয়া ভাটকেও। আগামী বছর মুক্তি পেতে চলেছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি। এদিকে শ্যুটিং-এর মাঝেই জমিয়ে ঠাণ্ডা উপভোগ করছেন রণবীর কাপুর। অন্যদিকে অমিতাভা বচচ্নকে বিশষে সম্মান প্রদান করল হিমাচল সরকার। তাঁর হাতে স্মারক তুলে দেন রাজ্যের বনমন্ত্রী গোবিন্দ সিং।