সদ্যই জন্মদিন ছিল বরফি অর্থাৎ অরুনিমা-র। বরফির জন্মদিন কীভাবে সেলিব্রেট করল সই, উঠে এল সেই ছবি। সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন কণীনিকা বন্দ্যোপাধ্যায়। লাইভ করে অরুনিমা-র বার্থডে সেলিব্রেশনের ছবি তুলে ধরেন। সেটেই কেক কেটে বার্থডে সেলিব্রেট হয় বরফি অর্থাৎ অরুনিমা-র।
দীর্ঘ সংসার জীবনে নিজের সর্বস্ব দিয়ে হটাৎই একদিন সই জানতে পারে সবটাই তার বিফলে গেছে, ঠকে গেছে সে। আর সই এর এই দুর্দিনে তার সহায় হয়ে তাঁর পাশে দাঁড়িয়েছে বরফি। এখন নিশ্চয়ই আর বুঝতে অসুবিধা হচ্ছে না যে এখানে কথা হচ্ছে আয় তবে সহচরী নিয়ে। এক অসম বয়সি বন্ধুত্ব, সংসারের মার প্যাঁচ এবং সময় বাধ না মানা এক স্বপ্নকে কেন্দ্র করেই এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প। ধারাবাহিকে নানা উত্থান পতন থাকলেও পর্দার পিছনের ছবি টা কিন্তু একদম অন্যরকম। খুব তাড়াতাড়ি ধারাবাইকে সম্প্রচার হতে চলেছে মকর সংক্রান্তি স্পেশাল এপিসোড। আর সেই শুটিং করতে গিয়েই ঘটেছে নানান মজার ঘটনা। সেই ভিডিওই সামনে এনেছেন সহচরী অর্থাৎ কনীনিকা বন্দ্যোপাধ্যায়। সই মা আর বরফির কেমিস্ট্রি দর্শক দের মন কেড়েছে অল্প সময়। শাশুড়ি বৌমার ঝগড়ার বাইরে বেরিয়ে এই ধারাবাহিক গড়েছে এক অন্য নজির। ধারাবাহিকে যেমন কেমিস্ট্রি চোখে পড়ে , বাইরেও কি তেমন নাকি বেশ কিছুটা আলাদা? উত্তর মিলবে এই ভিডিও থেকে।