সদ্যই সম্প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক পিলু-র। সঙ্গীত নিয়েই জি বাংলার এই নতুন ধারাবাহিক। গুরুকূলে সঙ্গীত শিক্ষার উদ্দেশ্যে থাকেন আহির। সে তার গুরুর সব থেকে প্রিয় ছাত্র। তার গুরু চান, তাঁর বড় মেয়ের সাথে ভবিষ্যতে বিয়ে দেবেন আহিরের।
সদ্যই সম্প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক পিলু-র। ১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই ধারাবাহিক। সঙ্গীত নিয়েই জি বাংলার এই নতুন ধারাবাহিক। গুরুকূলে সঙ্গীত শিক্ষার উদ্দেশ্যে থাকেন আহির। সে তার গুরুর সব থেকে প্রিয় ছাত্র। তার গুরু চান, তাঁর বড় মেয়ের সাথে ভবিষ্যতে বিয়ে দেবেন আহিরের। কিন্তু এরই মাঝে হঠাতই আহিরের দেখা হয় পিলুর সাথে। গ্রামের মেয়ে পিলু। মনের আনন্দে লোকসঙ্গীত করে সে। হঠাতই সে এসে পরে গুরুকূলে। তার প্রতিভা দেখে গুরুজী তাকে গান শেখানোর দায়িত্ব দেন তারই প্রিয় ছাত্র আহিরর কাঁধে। এই পর্যন্ত প্রোমোতেই স্পষ্ট। সদ্যই সম্প্রচার শুরু হয়েছে ধারাবাহিকের। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই ধারাবাহিকের সব সদস্যদের মধ্যে তৈরি হয়ে গিয়েছে দারুন বন্ডিং। এমন কি সেটে চললো ঠামির জমজমাট বার্থ ডে সেলিব্রেশন।