বুধবার সকালে গ্রেফতার করা হয়েছে সাংবাদক তথা রিপাবলিক টিভির এডিটার ইন চিফ অর্ণব গোস্বামীকে। একজন ইন্টেরিয়র ডিজাইনারকে আত্মহত্যায় প্রোরোচনার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। আর এই গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন অনেকেই। এবার এই ঘটনার তীব্র নিন্দা করে সরব হলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। পাশাপাশি গ্রেফতারির সময় তাঁর ওপর যে নির্যাতন হয়েছে তা নিয়েও তিনি জানিয়েছেন, এইসব করে কারোর মুখ বন্ধ করা যাবে না। তিনি জানিয়েছেন এক জনের মুখ বন্ধ হলে আরও অনেকের মুখ খুলবে। পাশাপাশি তীব্র ভাষায় কটাক্ষ করলেন মহারাষ্ট্র সরকারকে। সেই সঙ্গেই সোনিয়া সেনাকে নিয়েও তার মন্তব্য। বললেন, পাপ্পুর মত কাজ করলে তাঁকে পাপ্পু না বলে আর কি বলা হবে। আর যিনি পেঙ্গুইন তাকে কি পঙ্গুইনই বলা হবে। সব মিলিয়ে অর্ণব গোস্বামীর গ্রেফতারি সরব মন্ত্রী থেকে অভিনেতা-অভইনেত্রী সকলেই।