কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে। আর তাই শত ব্যস্তোতার মাঝেও নজের হাতের স্পেশাল রেসিপি সকলের সাথে ভাগ করে নিলেন অভিনেত্রী বুলবুলি পাঁজা। মেগা ধারাবাহিকের শিডিউল তো সকলেরই জানা।
কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে। আর তাই শত ব্যস্তোতার মাঝেও নজের হাতের স্পেশাল রেসিপি সকলের সাথে ভাগ করে নিলেন অভিনেত্রী বুলবুলি পাঁজা। মেগা ধারাবাহিকের শিডিউল তো সকলেরই জানা। ব্যাস্ততা এতটাই থাকে যে তেমন ভাবে নিজের জন্য সময় বের করাটা বেশ দুষ্কর। কিন্তু ইচ্ছা থাকলে কি না হয়। আর তাও যদি হয় ছেলের আবদার। আর তাই ছেলের আবদার মেটাতেই কোমর বেঁধে হেসেলে গেলেন অভিনেত্রি। বানিয়ে ফেললেন তার তাঁর স্পেশাল মোমো। শুধু তাই নয় সেই স্পেশাল রেসিপি শেয়ার করলেন সকলের সঙ্গে।