'শীতকাল মানেই দিন ছোট আর রাত বড়'। 'বড়দিন না হয়ে বড় রাত হলে ভালো হত', জানালেন মীর। বড়দিনে সেজে ওঠে তিলত্তমা, সেই দিকেই তাকিয়ে মীর। উৎসবে দিনে ঘরে বসে থাকতে ভালোলাগেনা মীরের।
বছর শেষে উৎসবের মরসুম এখন চারপাশে। রাত পোহালেই বড়দিন। সেই আনন্দেই মেতে আছে গোটা দেশ। বড়দিনের আগে সেজে উঠেছে চারপাশ। এই বড়দিন নিয়েই এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে আড্ডা জমালেন মীর। 'শীতকাল মানেই দিন ছোট আর রাত বড়', 'বড়দিন না হয়ে বড় রাত হলে ভালো হত', বললেন মীর। এমনই নানান মজার মজার কথায় জমালেন আড্ডা। বড়দিনে সেজে ওঠে তিলত্তমা, সেই দিকেই তাকিয়ে মীর। বড়দিনে আলোয় সেজে ওঠে পার্ক স্ট্রিট। হাজার হাজার মানুষ বড়দিনে পার্কস্ট্রিটে ভিড় জমান। এই বিশেষ দিনে ঘরে মন টেকেনা মীরেরও। উৎসবে দিনে ঘরে বসে থাকতে একেবারেই পছন্দ করেন না মীরে। উৎসবে বাইরে ঘুরতেই পছন্দ করেন তিনি। পুজোতেও নাকি তিনি রীতিমত ঠাকুর দেখেছেন।