'অনেকদিন পর্যন্ত সান্তার থেকে উপহার পেয়েছি'। শোলাঙ্কির কাছে তাঁর বাবা তাঁর সান্তা। এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি হয়ে জানালেন শোলাঙ্কি। করোনা বিধি মেনেই বড়দিনের আনন্দে মাতার পরামর্শ দেবশ্রীর।
বছর শেষে উৎসবের মরসুম এখন চারপাশে। রাত পোহালেই বড়দিন। সেই আনন্দেই মেতে আছে গোটা দেশ। বড়দিনের আগে সেজে উঠেছে চারপাশ। এই বড়দিন নিয়েই এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে আড্ডা জমালেন দেবশ্রী এবং শোলাঙ্কি। 'অনেকদিন পর্যন্ত সান্তার থেকে উপহার পেয়েছি', জানালেন শোলাঙ্কি। শোলাঙ্কির কাছে তাঁর বাবা তাঁর সান্তা, এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি হয়ে জানালেন শোলাঙ্কি। তবে সেলিব্রেশন এখন অনেকটাই কম হয় বলেই জানালেন অভিনেত্রী। ছুটির দিনে বাড়িতেই সময় কাটাতেই ভালোবাসেন শোলাঙ্কি। অন্যদিকে, করোনা বিধি মেনেই বড়দিনের আনন্দে মাতার পরামর্শ দেবশ্রীর। 'বড়দিনে আনন্দ করুন তবে করোনা বিধি মেনে', বললেন দেবশ্রী। এখনও করোনা যায়নি, তাই করোনার কথা মাথায় রেখে সাবধানে থাকার কথাই বললেন তিনি। বাড়িতে ছোট অনুষ্ঠান করার পরামর্শ দিলেন দেবশ্রী। বাড়ির বাইরে না যাওয়ারই কথাই বললেন তিনি।