'আপতত বড়দিনের কোনও প্ল্যান নেই'। বড়দিন আর নিউ ইয়ার নিয়ে খোলামেলা আড্ডায় স্বস্তিকা। '১৩ বছর পর্যন্ত সান্তাক্লজ থেকে উপহার পেয়েছি'-স্বস্তিকা।
বছর শেষে এখন চারপাশে এখন উৎসবের মেজাজ। তারকারাও এখন উৎসবের মেজাজে। তবে আপতত বড়দিনের কোনও প্ল্যান নেই বলেই জানালেন সস্তিকা দত্ত। বড়দিন আর নিউ ইয়ার নিয়ে খোলামেলা আড্ডায় স্বস্তিকা। '১৩ বছর পর্যন্ত সান্তাক্লজ থেকে উপহার পেয়েছি', জানালেন স্বস্তিকা। তবে তাঁর মা আর বাবাই যে সেই সান্তাক্লজ সেটাই ছোট থেকেই জানতেন অভিনেত্রী। মা এবং বাবার কাছে তিনি খুবই ট্রান্সপারেন্ট তাঁরও তাঁর কাছে তেমনটাই, জানালেন স্বস্তিকা। শো না থাকলে বড়দিনে বাড়িতেই থাকবেন অভিনেত্রী। তবে এখন কাজ করার বয়স তাই আনন্দ পরেও হতে পারে বলেই মনে করেন স্বস্তিকা। 'বাড়িতে থাকলে বড়দিনে মায়ের হাতের কষা মাংস আর বড়দিনের কেক খাব', জানালেন অভিনেত্রী। ছোটবেলা থেকে এখন বড়দিন বদলে গিয়েছে অনেকটাই। মুখোমুখি আড্ডায় এমনটাই জানালেন স্বস্তিকা।