বড়দিন আর তার পরেই নতুন বছর। বছর শেষের এই কটা দিন উৎসবের মেজাজে থাকে সকলে। এশিয়ানেট নিউজ বাংলার সমস্ত দর্শককে বড়দিনের শুভেচ্ছা।
বছর শেষে উৎসবের মরসুম এখন চারপাশে। বড়দিনের আনন্দে মেতে আছে গোটা দেশ। বড়দিনের আগে সেজে উঠেছে চারপাশ। বড়দিন, আর তার পরেই নতুন বছর। বছর শেষের এই কটা দিন উৎসবের মেজাজে থাকে সকলে। এশিয়ানেট নিউজ বাংলার সমস্ত দর্শককে বড়দিনের শুভেচ্ছা। শুভেচ্ছা জানালেন টলি তারকা থেকে সঙ্গীতশিল্পী সিধু। বড়দিন সবার ভালো কাটুক, জানালেন শোলাঙ্কি। সকলকে বড়দিনের শুভেচ্ছা জানালেন মীরও।