'আগের থেকে খুব একটা বদলায়নি বড়দিন'। এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি স্বস্তিকা মুখোপাধ্যায়। এখন কিছুটা বড় হয়েছে রাজশ্রী পুত্র ইউভান। বড়দিনে এবার ইউভানের সঙ্গে চুটিয়ে মজা করবেন শুভশ্রী। বড়দিনে ছবির প্রমোশন রয়েছে তনুশ্রীর। এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি হয়ে জানালেন তিনি।
বড়দিনে কী করেন টলি তারকারা,এশিয়ানেটের সঙ্গে খোলামেলা আড্ডায় শুভশ্রী-তনুশ্রী এবং স্বস্তিকা জানালেন সেই কথায়। 'আগের থেকে খুব একটা বদলায়নি বড়দিন'। এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি স্বস্তিকা মুখোপাধ্যায়। স্বস্তিকা জানালেন আগের মতোই আছে বড়দিন। 'আগের মতোই পার্ক স্ট্রিট সেজে ওঠে'- স্বস্তিকা। 'ডিসেম্বর মানেই পার্ক স্ট্রিটের আলোটা দেখতেই হবে'। এমনটাই জানালেন স্বস্তিকা মুখোপাধ্যায়। 'কলকাতায় শীতের আমেজটা অন্যরকম থাকে'- স্বস্তিকা। এখন কিছুটা বড় হয়েছে রাজশ্রী পুত্র ইউভান। বড়দিনে এবার ইউভানের সঙ্গে চুটিয়ে মজা করবেন শুভশ্রী। এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি হয়ে জানালেন তিনি। পরবারের সঙ্গেই তিনি বড়দিন কাটাবেন বলেও জানালেন। ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে টনিক। বড়দিনে ছবির প্রমোশন রয়েছে তনুশ্রীর। এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি হয়ে জানালেন তিনি। 'চারপাশটা বদলে গিয়েছে অনেকটা', জানালেন অভিনেত্রী। 'ছোটবেলার থেকে এখন বড়দিন বদলেছে অনেকটা'-তনুশ্রী।