নেট দুনিয়ায় সাহসী অভিনেত্রীদের মধ্যে রাইমা সেন একজন। সাহসী ফটোশুটে বহুবার নজর কেড়েছেন এই এই টলি অভিনেত্রী। আরও একবার তেমনই ফটোশুট করতে দেখা গেল তাঁকে। উন্মুক্ত পোশাকে রকমারি পোজ রাইমা সেন। সঙ্গে রয়েছে পোষ্য একটি কুকুরও। তাঁর চোখের চাউনি রীতিমত ঝড় তুলেছে নেট দুনিয়ায়। হালকা রঙের পোশাকের সঙ্গে মানানসই হালকা সাজ অসাধারণ দেখাচ্ছে তাঁকে। তাঁর ফটোশুটের এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।