প্রথম দুটি সিজনের সাফল্যের পর আবার ও আসছে 'ডান্স ডান্স জুনিয়র' সিজন ৩। এই নাচের রিয়্যালিটি শো-র প্রোমো ইতিমধ্যে সামনে এসেছে |
প্রথম দুটি সিজনের সাফল্যের পর আবার ও আসছে 'ডান্স ডান্স জুনিয়র' সিজন ৩। এই নাচের রিয়্যালিটি শো-র প্রোমো ইতিমধ্যে সামনে এসেছে | দর্শকদের কৌতূহল ও উৎসাহ দুটোই চোখে পড়ছে | এবারের 'ডান্স ডান্স জুনিয়র'-র সিজনে রয়েছে একাধিক চমক | বিচারকের আসনে প্রথমবার একসঙ্গে দেব ও রুক্মিণী | এছাড়াও বিচারকের আসনে থাকবে মনামী ঘোষ | ক্যাপ্টেন থাকছে তৃণা সাহা, দিপান্বিতা রক্ষিত ও অভিষেক বসু | এই সিজনে ৫- ১২ বছর বয়সীরা অংশগ্রহণ করতে পারবে