বর্তমানে বিগ বস ৩ এর প্রচার নিয়ে বেজায় ব্যস্ত পুরো টিম। হাতে রয়েছে মাত্র কয়েকটা দিন। এমনই সময় প্রচারমুখী চুলবুল পান্ডে তথা সলমন খান। সেই দিকে নজর রেখেই বস-এর ঘরে দাবাং ৩ ছবির কাস্টদের আবহান জানালেন সলমন খান। সেই ডাকে সারা দিয়েই হাজির হয়েছিলেন প্রভুদেবা, সোনাক্ষী ও সাই।
বর্তমানে বিগ বস ৩ এর প্রচার নিয়ে বেজায় ব্যস্ত পুরো টিম। হাতে রয়েছে মাত্র কয়েকটা দিন। এমনই সময় প্রচারমুখী চুলবুল পান্ডে তথা সলমন খান। সেই দিকে নজর রেখেই বস-এর ঘরে দাবাং ৩ ছবির কাস্টদের আবহান জানালেন সলমন খান। সেই ডাকে সারা দিয়েই হাজির হয়েছিলেন প্রভুদেবা, সোনাক্ষী ও সাই।
এদিন কালো পোশাকে ধরা দিলেন সলমন খান ও প্রভুদেবা, অন্যদিকে সাই ও সোনাক্ষীর পরণে ছিল সাবেকি পোশাক। বিগ বস-এর ঘরের বাইরে পোজ দিয়ে ছবি তোলেন ছবির চার তারকা। ২০ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।