২৫ ডিসেম্বর মানেই উৎসবের মেজাজ চারপাশে। টলিউডেও এদিন থাকে উৎসবের মেজাজ। প্রতিবছর এদিন দেব-এর জন্মদিন পালনে মাতেন সকলে। এবছরও ২৫ ডিসেম্বরেও তার অন্যথা হল না। দেবের সঙ্গেই ছিলেন এদিন তাঁর মা-বাবা এবং রুক্মিণী।
২৫ ডিসেম্বর মানেই উৎসবের মেজাজ চারপাশে। টলিউডেও এদিন থাকে উৎসবের মেজাজ। প্রতিবছর এদিন দেব-এর জন্মদিন পালনে মাতেন সকলে। প্রতিবছর তাঁর পরিচিত থেকে শুরু করে কলাকুশলীরা এবং দেবের বান্ধবী রুক্মিণী তাঁর জন্মদিন পালন করেন। শুধু এই নয় দেবের অসংখ্য ভক্ত রয়েছে। তাঁরাও প্রতিবছর দেবের জন্মদিন পালনে মাতেন। এবছর ২৫ ডিসেম্বরেও তার অন্যথা হল না। দেবের সঙ্গেই ছিলেন এদিন তাঁর মা-বাবা এবং রুক্মিণী। সবাইকে সঙ্গে নিয়েই জন্মদিনের কেক কাটলেন দেব। জন্মদিনের কেক কাটার সময় বেজে উঠল দেবের ছবিরই গান। সব মিলিয়ে দেবের জন্মদিনে ছিল এলাহি আয়োজন। হাসি মজায় জমে উঠল দেবের জন্মদিন। কেক কাটার সময় সেখানে বেজে ওঠে দেবেরই ছবির গান। সেই গানের তালে নেচেও ওঠেন দেব। দেবের পাশেই দাঁড়িয়ে ছিলেন দেবের মা। ছেলের হাত ধরে তিনিও কাটলেন কেক।