এবার দিদি নম্বর ওয়ানে দেখা যাবে না রচনা বন্দ্যোপাধ্যায়কে। দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় পর আবারও বিরতি নিচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এসে গেল দিদি নম্বর ওয়ানের নতুন প্রোমো।
এবার দিদি নম্বর ওয়ানে আসছে বড় চমক। এবার আর দেখা যাবে না রচনা বন্দ্যোপাধ্যায়কে। দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় পর আবারও বিরতি নিচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এসে গেল দিদি নম্বর ওয়ানের নতুন প্রোমো। এই নতুন প্রমোতে সঞ্চালনার দায়িত্বে দেখা গিয়েছে জি বাংলার অপর এক জনপ্রিয় অনুষ্ঠান জি বাংলার রান্না ঘর-এর সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়কে এবং অভিনেতা সৌরভ দাসকে। এমনকী তাঁরা লাইভ করেও জানিয়েছেন সেই কথা। এই খবরে নিশ্চয়ই মন খারাপ দর্শকদের? আসল বিষয়টা সদ্য বাবাকে হারিয়েছেন অভিনেত্রী সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। এই ধাক্কাটা সামলাতে এখনও কিছুটা সময় লাগবে তার, আর তাই কিছুদিনের বিরতি নিচ্ছেন তিনি। খুব তাড়াতাড়ি এই সময় কাটিয়ে কাজে ফিরুন সকলের দিদি নম্বর ওয়ান রচনা ব্যানার্জি , এই অপেক্ষাতেই এখন তাঁর ভক্তরা।