ভালোবাসার মরসুমে জমজমাট দিদি নম্বর ১। তারকা দম্পতিদের নিয়ে আসছে এক বিশেষ পর্ব। জমজমাট এই পর্বে থাকছে নানান চমক। স্বামীকে সঙ্গে নিয়ে থাকছেন সাইরিতি। ইমনের সঙ্গেও থাকছেন ইমন পত্নী। থাকছেন সস্ত্রীক রুপঙ্কর এবং মৌমিতা-উত্তম।
ভালোবাসার মরসুমে মজে রয়েছে এখন সকলে। ধারাবাহিক থেকে শুরু করে রিয়্যালিটি সব জায়গায়ই এই বিশেষ দিনটি বিশেষ পালিত হচ্ছে। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইন ডে, আর তার আগেই সাজো সাজো রব। দিদি নম্বর ১-এর মঞ্চও সেজে উঠেছে ভ্যালেনটাইন ডে উপলক্ষে। দিদি নং ১-এর মঞ্চে হামেশাই তারকাদের দেখা যায়। নানান গল্প নিয়ে আবার দিদি নম্বর ওয়ানের মঞ্চে আসছেন ৪ তারকা। ভ্যালেনটাইন ডে উপলক্ষে রবিবার অর্থাৎ ১৩ ফেব্রুয়ারে দেখা যাবে এই বিশে, পর্ব। ভালোবাসার মরসুমে জমজমাট দিদি নম্বর ১। তারকা দম্পতিদের নিয়ে আসছে এক বিশেষ পর্ব। জমজমাট এই পর্বে থাকছে নানান চমক। হাসি মজা আর হৈ হুল্লড়ে জমজমাট এক পর্ব। সঙ্গে থাকবে নানান মজার মজার খেলা। স্বামীকে সঙ্গে নিয়ে থাকছেন অভিনেত্রী সাইরিতি। ইমনের সঙ্গেও থাকছেন ইমন পত্নী। থাকছেন সস্ত্রীক রুপঙ্কর এবং মৌমিতা-উত্তম। সেই সঙ্গেই থাকছে অনিক আর জোজো-র গান।