আদিত্য জিতলেন ড্যান্স দিওয়ানে জুনিয়র্সের খেতাব , আদিত্য বিনোদ পাতিলের মেন্টর ছিলেন প্রতীক উতেকার | ট্রফি জেতার পর সাক্ষাৎকার দিলেন আদিত্য ও প্রতীক|
আদিত্য জিতলেন ড্যান্স দিওয়ানে জুনিয়র্সের খেতাব | আদিত্য বিনোদ পাতিলের মেন্টর ছিলেন প্রতীক উতেকার |ট্রফি জেতার পর সাক্ষাৎকার দিলেন আদিত্য ও প্রতীক |আদিত্য জানালেন সে বড়ো হয়ে নাচ করার পাশাপাশি অভিনয় ও করতে চায় | আদিত্যর সবচেয়ে প্রিয় অভিনেতা টাইগার শ্রফ | সে টাইগারের ডাইলোগ ও নকল করলেন | প্রতীক জানান সে নাচ নিয়েই থাকতে চান, এবং বড়ো কোরিওগ্রাফার হতে চায় | প্রতীকের কথা তেই আবার সিক্স প্যাক ও দেখায় আদিত্য |