এক ভিলেন রিটার্নস ২৯ জুলাই মুক্তি পাবে, প্রচারে অর্জুন কাপুর, জন আব্রাহাম, তারা সুতারিয়া, এবং দিশা পাটানি
এক ভিলেন রিটার্নস ২৯ জুলাই মুক্তি পাবে | প্রধান চরিত্রে অর্জুন কাপুর, জন আব্রাহাম, তারা সুতারিয়া, এবং দিশা পাটানি | এক ভিলেন রিটার্নস হল ২০২২ সালের সবচেয়ে প্রতীক্ষিত রিলিজগুলির মধ্যে একটি | দলটি এই অ্যাকশন থ্রিলারের প্রচারে কোন খামতি রাখছে না | দিশার স্টাইলিশ ক্রপ টপ সকলের রাতের ঘুম কেরে নিয়েছে | অর্জুন এবং জন প্রথমবারের মতো পর্দায় মুখোমুখি হবেন| তারা প্রচারের সময় তাদের বন্ধুত্বের আভাসও দিয়েছেন