খুব অল্প দিনেই দর্শকদের মনে এবং টিআরপি তালিকায় নিজের একটা জায়গা করে নিয়েছে 'উমা'। এই ধারাবাহিকেরই সেটে হাজির এশিয়ানেট নিউজ বাংলা। একটা সাধারণ মেয়ের ভেতর অসাধারণ হয়ে ওঠার প্রতিভা এবং পরিস্থিতির কারণে তা প্রকাশ করতে না পারার যন্ত্রণা ছুঁয়ে গিয়েছে দর্শকদের মন।
খুব অল্প দিনেই দর্শকদের মনে এবং টিআরপি তালিকায় নিজের একটা জায়গা করে নিয়েছে 'উমা'। এই ধারাবাহিকেরই সেটে হাজির এশিয়ানেট নিউজ বাংলা। একটা সাধারণ মেয়ের ভেতর অসাধারণ হয়ে ওঠার প্রতিভা এবং পরিস্থিতির কারণে তা প্রকাশ করতে না পারার যন্ত্রণা ছুঁয়ে গিয়েছে দর্শকদের মন। যার হাত ছিল ব্যাটে ঝড় তোলার জন্য আজ সে এক নামজাদা ক্রিকেটার আলিয়া বোসের ম্যানেজার। কিন্তু ভাগ্যের ফের উমা কে টেনে মাঠে নামায়। আলিয়ার কোমরে চোট আর তাই সে ম্যাচ খেলতে পারবে না। সেই কারণে উমাকে আলিয়া সেজে খেলার প্রস্তাব দেয় আলিয়া নিজেই। কিন্তু মা কে দেওয়া ক্রিকেট ব্যাট না ছোঁয়ার কথা, ভাঙতে চায় না উমা। কিন্তু বাড়িতে উমা এর বড় দিদির বিয়ে প্রস্তুত। ধারাবাহিক নিয়ে খোলামেলা আড্ডায় ধারাবাহিকের তিন সুন্দরী। উমা আলিয়ার পাশাপাশি দেখা গেল উমার দিদিকেও। সব মিলিয়ে জমজমাটি আড্ডা।