Mithai serial: এশিয়ানেটের সঙ্গে আড্ডায় সোম-তোর্সা, খোশ মেজাজে আড্ডা জমালেন জুটিতে

 সদ্য বিয়ে সেরেছেন সোম এবং তোর্সা। তাঁদের বিয়েতে চক্ষু চড়কগাছ মোদক পরিবারের। কিন্তু নাতির মুখের দিকে তাকিয়ে এই বিয়ে মেনে নিতে বাধ্য হন দাদাই, ঠাম্মি। 

সদ্য বিয়ে সেরেছেন সোম এবং তোর্সা। তাঁদের বিয়েতে চক্ষু চড়কগাছ মোদক পরিবারের। কিন্তু নাতির মুখের দিকে তাকিয়ে এই বিয়ে মেনে নিতে বাধ্য হন দাদাই, ঠাম্মি। কিন্তু দর্শকদের একটাই চিন্তা এবার সোম তোর্সা এর যৌথ প্রয়াসে কি ধরাশায়ী হবে মিঠাই? নাকি মিঠাই এবং সিড মিলে সোমকে চেকমেট দেবে? কি আসতে চলেছে আগামীর টুইস্ট? সব মিলিয়ে টান টান উত্তেজনা মিঠাই ধারাবাহিকে। ভাই ফোটার মিষ্টির দাম নিয়ে বাড়িতে মিটিং বসে তাতে মিঠাই ঠিক করে দাম কমানো হবে। কিন্তু , মিঠাই এর কথার বিরোধিতা তো করতেই হবে তোর্সাকে তাই উল্টো পথে হেঁটেই মিষ্টির দাম বাড়ানোর   মতামত দেয় সে, আর সদ্য বিবাহিত স্ত্রী এর কথা ফেলতে না পেরে এই সিদ্ধান্তেই সম্মত হয় সোম ও। কিন্তু পরবর্তী কালে সোম বুঝতে পারে , মিঠাই এর সিদ্ধান্তই ঠিক, তাই বহাল থাকে মিঠাই এর সিদ্ধান্তই। তাতে তো রেগে আগুন তোর্সা। মিঠাই কে যে বাজি মাত দেওয়া হল না। তাই ভাই ফোঁটা র দিন বোনদের উপহারে ও নিজের নাক গলায় টেস,এবং এই বার ও নিজে বৌয়ের কথাই মেনে নেয় সোম। এই সবতো গেল পর্দার কথা। কিন্তু বাইরে ঠিক কেমন সোম তর্সার কেমিস্ট্রি? দেখলে চোখ কপালে উঠবে। আর তা দেখতেই এডিয়ানেট নিউজ বাংলা হাজির মিঠাই এর সেটে। খোশ মেজাজে আড্ডা জমালেন সোম তোর্সা জুটি, দেখে নিন সেই ভিডিও।
 

07:47১৭ দিনে প্রায় ১৩ কোটির ঘরে পা রাখল খাদান, আপ্লুত হয়ে বড় ঘোষণা করলেন দেব10:03'বহুরূপীর জন্যই খাদান এত সাফল্য পেয়েছে' কেন এমন বললেন দেব? দেখুন পুরো ভিডিও03:38খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা05:14RG Kar : বিচারের দাবীতে গর্জন! কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের, রয়েছেন তারকারাও