তাজপুরে রিনি, মুমুদিদিকে সঙ্গে করেই হানিমুনে ঊর্মি এবং সাত্যকি। তাজপুরে গিয়ে ঊর্মির আনন্দের শেষ নেই, আর উর্মীর সারল্য বারেবারে মুগ্ধ করছে সাত্যকিকে।
তাজপুরে রিনি, মুমুদিদিকে সঙ্গে করেই হানিমুনে ঊর্মি এবং সাত্যকি। তাজপুরে গিয়ে ঊর্মির আনন্দের শেষ নেই, আর উর্মীর সারল্য বারেবারে মুগ্ধ করছে সাত্যকিকে। অন্যদিকে মুমুদিকে খুশি করতে মিস্টার কানের দুলকে সঙ্গে পরামর্শ করে তাঁকেও সেখানে ডাব্বু ডাবওয়ালা সাজিয়ে হাজির করে ঊর্মি। সেখানে গিয়ে বেশ কিছুটা একাই পরে যায় রিনি। কিছুদিন আগেই সামনে আসে একটা অবাক করা প্রোমো। যেখানে দেখা যায় রিনি ফিরে এসেছে তার পুরনো ফর্মে। সে স্পষ্ট জানিয়ে দেয়, টুকাই দাকে সে দাদা হিসাবে দেখতে পারবেনা, তাই ঊর্মিকে সে সাত্যকির জীবন থেকে চলে যেতে বলে। কিন্তু উর্মী স্পষ্ট জানিয়ে দেয় এটা তার পক্ষে অসম্ভব। আর তারপরই আসে আসে চমক। ঊর্মিকে ধাক্কা মেরে ফেলে দেয় রিনি। তবে কি কোনও সাংঘাতিক বিপদ ঘটে গেল, এই নিয়ে চিন্তার শেষ নেই এই পথ যদি না শেষে হয়-এর দর্শকদের। তবে এ তো গেল ধারাবাহিকের ট্রেকের কথা। কিন্তু আউটডোর শ্যুটিং অর্থাৎ তাজপুরে গিয়ে ঠিক কতটা মজা করলেন ঊর্মি, সাত্যকি, রিনি, মুমুরা, এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে আড্ডায় জানালেন ঊর্মি-সাত্যকি।