Aparajita And Soumitra- ২৫০ টাকায় ধৈর্যের প্রতীক্ষা ও সৌমিত্র জেঠু- স্মৃতির ঘট উপর করলেন অপরাজিতা

এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর কাছে কত বড় মানুষ এবং শিক্ষাগুরু তা তিনি মাত্র কয়েকটি কথা বা এই সাক্ষাৎকারের মাধ্যমে বুঝিয়ে বলতে পারবেন না।
 

সৌমিত্র স্মৃতিচারণায় অপরাজিতা আঢ্য। ইতিমধ্যেই ২৫ বছরেরর ফিল্মি কেরিয়ারের মাইল ফলক ছুঁয়ে ফেলেছেন অপরাজিতা। যার জেরে বাংলা চলচ্চিত্রে বহু গুণী মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। এমনসব মানুষদের মধ্যে সবচেয়ে সেরা মানুষটি ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এমনটাই মনে করেন অপরাজিতা। এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর কাছে কত বড় মানুষ এবং শিক্ষাগুরু তা তিনি মাত্র কয়েকটি কথা বা এই সাক্ষাৎকারের মাধ্যমে বুঝিয়ে বলতে পারবেন না। সৌমিত্র চট্টোপাধ্যায় এমন একজন মানুষ যার চলে যাওয়াটা আজও তিনি অনুভব করেন সমানভাবে। সেই ছোট থেকে শুরু হয়েছিল সৌমিত্রজেঠুর সঙ্গে এক অসামান্য সম্পর্ক। তখন মনোরমা কেবিনে নাকি কাজ করছিলেন অপরাজিতা। তাঁর শট টেক করতে অনেক দেরি হচ্ছিল। মনোরমা কেবিনে তখন কাজ করছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অধৈর্য হয়ে বাইরে গিয়ে নিমফল নিয়ে খেলতে শুরু করেছিলেন অপরাজিতা। তাঁকে এমনভাবে দেখতে পেয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কৌতুহল হয়েছিল। তিনি অপরাজিতা ডেকে জানতে চেয়েছিলেন মনোরমা কেবিনে অভিনয়ের জন্য কত টাকা তিনি পারিশ্রমিক পাচ্ছেন। সব জেনে এসে অপরাজিতা জানান ২৫০ টাকা পারিশ্রমিক। এতে নাকি হাসতে হাসতে সৌমিত্র বলেছিলেন বাবা এত অনেক টাকা। সৌমিত্র নাকি জানান, আসলে এই টাকা দেওয়া হচ্ছে সেটে যাতে অপরাজিতা ধৈর্য ধরে প্রতীক্ষা করেন তার জন্য। অপরাজিতার কথায় তিনি নিজের ভুলটা বুঝতে পেরেছিলেন। এমন বহু প্রাণের কথায় সৌমিত্র স্মরণে নিজেকে উজার করে দিয়েছেন অপরাজিতা। এই সাক্ষাৎকাররের ভিডিও অংশটি-কে মোট ৫টি ভাগে ভাগ করা হয়েছে।

18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা05:14RG Kar : বিচারের দাবীতে গর্জন! কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের, রয়েছেন তারকারাও04:05RG Kar Protest : '২৩ দিন হয়ে গেল, প্রয়োজনে পথে নামবো' রবিবাসরীয় কলকাতার রাজপথে প্রতিবাদের গর্জন06:11Actress Payel Mukherjee : গাড়িতে হামলা, হেনস্থা, ভয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী পায়েল, দেখুন কি হয়েছে06:03'নির্যাতিতার বিচার চাই' আর জি কর কাণ্ডের বিচার চেয়ে পথে নামল টলিউড