অল্প সময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে সর্বজয়া। সর্বজয়ার সেটেই পৌঁছে গিয়েছিল এশিয়ানেট নিউজ বাংলা। সেখানেই এশিয়ানেটের ক্যামেরায় ধরা দিলেন দেবশ্রী রায়। শ্যুটিং-এর ফাঁকেই আড্ডা জমালেন দেবশ্রী রায়।
খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে জি বাংলার ধারাবাহিক সর্বজয়া। সর্বজয়ার সেটেই পৌঁছে গিয়েছিল এশিয়ানেট নিউজ বাংলা। সেখানেই এশিয়ানেটের ক্যামেরায় ধরা দিলেন দেবশ্রী রায়। শুটিং-এর ফাঁকেই আড্ডা জমালেন দেবশ্রী রায়। সর্বজয়ার হাত ধরে ফের কাম ব্যাক দেবশ্রীর। ঋতুপর্ণ ঘোষকে নিয়েও অভিজ্ঞতার কথা জানালেন তিনি ধারাবাহিকের। অন্যতম ইউএসপি ছিল দেবশ্রী রায়ের কাম ব্যাক। ঘর সংসার সামলানো ছাপসা বাড়ির বউ সর্বজয়া। তার মধ্যে অগাধ মুগ্ধতা থাকলেও সারা জীবন সংসারে সে অবহেলিত। কিন্তু তা নিয়ে বিন্দু মাত্র আক্ষেপ নেই তাঁর। কিন্তু জীবন তাঁকে ঘরের কোণা থেকে রাস্তায় এনে ফেলছে। স্বামীর অসুস্থতার সুযোগে পরিবার থেকে তাঁকে বিতারিত করার চেষ্টা করা হয়। এরপরই শুরু হয় তার ঘরে বাইরের যুদ্ধ। সর্বজয়ার শ্যুটিং ফ্লোরে পৌঁছাল এশিয়ানেট নিউজ বাংলা। শ্যুটিং-এর ফঁকেই আমাদের সঙ্গে আড্ডা দিলেন দেবশ্রী রায়। উঠে এল ঋতুপর্ণ ঘোষ এবং অপর্ণা সেনের সঙ্গে করা তাঁর ছবির নানান মজার গল্প।