শুরু থেকেই তাকে দেখা গেছে রাশভারী চরিত্রে। কিন্তু বাস্তবে কেমন মিঠাই এর শ্বশুর সমরেশ অর্থাৎ অভিনেতা কৌশিক চক্রবর্তী, দীর্ধ ১৭ বছরের অভিনয় জীবন, নানা চরিত্রে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা।
শুরু থেকেই তাঁকে দেখা গেছে রাশভারী চরিত্রে অভিনয় করতে। কিন্তু বাস্তবে কেমন মিঠাই-এর শ্বশুর সমরেশ অর্থাৎ অভিনেতা কৌশিক চক্রবর্তী (Kaushik Chakraborty)। দীর্ঘ ১৭ বছরের অভিনয় জীবন, নানা চরিত্রে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা। কিন্তু নিজের সবচেয়ে কাছের চরিত্র হয়ে উঠেছে কোন গুলো, এশিয়ানেট বাংলার সাথে খোলামেলা আড্ডা জানালেন অভিনেতা। অনেকরই অজানা, মহাভারতের মত মহাকাব্যে দুর্যোধনের চরিত্রে নেপথ্য ভাষ্য দিয়েছিলেন তিনি। শুরুর দিকে অভিনেতা হওয়ার কোনও পরিকল্পনাই ছিল না কৌশিক চক্রোবর্তীর। পথ তো চলতে শুরু করেছিলেন অন্য রাস্তা ধরেই, কিন্তু ভাগ্যচক্রে এই পেশা বেছে নেওয়া, তার পরে ভালোবেসে থেকে যাওয়া। আড্ডায় উঠে এল, নানা বিধ অজানা কথা। সামনেই মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত আগামী ছবি বব বিশ্বাস।